ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে সূচক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৭
ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে সূচক

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে কমেছে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন ডিএসইতে সূচক বেড়েছে ৩ পয়েন্ট, সিএসইতে কমেছে ১৯ পয়েন্ট।

এদিকে সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে টানা সাত কার্যদিবস পতনের পর টানা চার কার্যদিবস ডিএসইতে সূচক বাড়লো। অন্যদিকে সিএসইতে কমেছে লেনদেন, সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ৩৪ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ৯০২টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৫৪ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ১ হাজার ৫৮ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৮৮৪ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার টাকা।  
 
তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ১৩ দশমিক ৭১ পয়েন্টে বেড়ে ২ হাজার ২১৫ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
     
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার।
     
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৯ পয়েন্ট কমে ১১ হাজার ৬৪৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৮৮৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৫৪ লাখ ২১ হাজার ২৭ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪৬ কোটি ৯৫ লাখ ৩১ হাজার ৫৯৯ টাকার।
 
লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
     
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।