ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক ও লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
সূচক ও লেনদেন বেড়েছে

ঢাকা: সূচক বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ ডিসেম্বর) দেশের উভয় স্টকমার্কেটে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)

সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি এদিন লেনদেনও বেড়েছে উভয় বাজারে।

তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তার আগের দিন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের দরপতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা জানান, ব্যাংক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন পুঁজিবাজারে ইতিবাচক ধারায় লেনদেন হয়েছে। এদিন বাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৪টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩টির। ব্যাংক খাতের পাশাপাশি মিশ্র প্রবণতায় লেনদেন হয় আর্থিক প্রতিষ্ঠান ও প্রকৌশল খাতের শেয়ারের। এর ফলে দরপতনের একদিন পর সূচক বেড়েছে।

ডিএসই’র তথ্য মতে,সোমবার বাজারে ১২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ৪৫১টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৪৫৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩৩৮ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪০২ কোটি ৭৫ লাখ ৮ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই’র ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক  দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।

অপরদিকে সিএসইতে সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৪৩ পয়েন্টে অবস্থান করছে। এদিন এ বাজারে লেনদেন হয়েছে ২৩ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৭২০ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ২৯৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪১ কোটি ৮৩ লাখ ৫৪ হাজার টাকার। তারও আগের দিন লেনদেন হয়েছে ৩০ কোটি ২২ লাখ ৬০ হাজার ৮০ টাকার।

সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ারের দাম।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এমএফআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।