ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমলো ডিএসই

ঢাকা: করোনা ভাইরাসের কারণে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে দুপুর দেড়টা পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শেয়ারবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টায় চলমান পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। ডিএসইর পর্ষদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, সম্প্রতি বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে গত দুই সপ্তাহ ধরে পুঁজিবাজারে তীব্র দরপতন হচ্ছে। এরই মধ্যে ডিএসইএক্স ইনডেক্স সাত বছরের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। আতঙ্কিত বিনিয়োগকারীরা যেকোনো দামে শেয়ার বেচে দিচ্ছেন। এমন অবস্থায় করণীয় ঠিক করতে বুধবারের ম‌িটিংয়ের আহ্বান করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।