ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল কর ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ অতিরিক্ত কর কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
বরিশাল কর ভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ অতিরিক্ত কর কমিশনার অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী/ ফাইল ছবি

বরিশাল: বরিশাল কর ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দ্বিতীয় তলার তথ্যসেবা কেন্দ্র। এসময় আগুনের ধোঁয়ায় অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৫২ মিনিটে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, কর ভবন সংলগ্ন ‘রেন্ট এ কার’ এর কর্মীদের কাছ থেকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বরিশাল কর ভবনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দ্বিতীয় তলার তথ্যসেবা কেন্দ্র।

তিনি জানান, প্রাথমিক ভাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে করভবনের দোতলার তথ্য ও সেবা কেন্দ্রের তিনটি এসি, তিনটি কম্পিউটার, দুটি আলমিরা, কিছু ফাইল ও কাগজপত্র এবং অফিসের ডেকরেশন পুড়ে যায়।

তবে অগিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

কর অঞ্চল বরিশালের উপ-কর কমিশনার মো. মঞ্জুর রহমান জানান, ওই ভবনের চারতলার ডরমেটরিতে থাকতেন অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরী। তিনি ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যুগ্ম কমিশনার লুৎফর রহমান জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, অতিরিক্ত কর কমিশনার শাওন চৌধুরীর চিকিৎসা চলছে। তার শরীরের কোথাও পোড়েনি, তবে ধোঁয়ায় তার কী ক্ষতি হয়েছে পরীক্ষা-নিরীক্ষা শেষে সেটি নিশ্চিত হওয়া যাবে।

বাংলা‌দেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।