ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

প্রাইম লাইফের স্পন্সর শেয়ারহোল্ডারকে ৪ কোটি টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
প্রাইম লাইফের স্পন্সর শেয়ারহোল্ডারকে ৪ কোটি টাকা জরিমানা ...

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্পন্সর শেয়ারহোল্ডার সাবিহা খালেককে ৪ কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৭ অক্টোবর) ৭৪৩তম নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবিহা খালেক পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইম লাইফের শেয়ার বিক্রির মাধ্যমে বিএসইসির নোটিফিকেশন নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-২৬/৩২/এডমিন ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪, উপ-বিধি (২) লঙ্ঘন করেছেন। এজন্য কমিশন সাবিহা খালেককে ৪ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।