ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৫২ কোটি টাকা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, মে ২৭, ২০২১
ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন ৫২ কোটি টাকা 

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫২ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস ও প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার।

ডিএসই সূত্রে জানা যায়, ব্লক মার্কেটে এনআরবিসি ব্যাংকের ১২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে আছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির ৭ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে প্রভাতী ইন্স্যুরেন্স।

ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এবি ব্যাংক, আমান কটন ফাইবার্স, আমান ফিড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বীকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিভিও পেট্রোকেমিক্যাল, ডেল্টা ব্রাক হাউজিং, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, হাক্কানি পাল্প, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফাইন্যান্স, লুব-রেফ বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নু সিরমিকস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, রবি আজিয়াটা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজন্ট ফান্ড।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসএমএকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।