মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শ্যামনন্দ কুণ্ডু এ কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোহাম্মাদ আবদুদ দাইয়ান, নজরুল ইসলাম রাজুসহ অন্যরা।
জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের ৩৫১ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এছাড়া ২৬০ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার নামে তৈরি করা ডিজিটাল সার্টিফিকেট তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এসআই