ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুর

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪
সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলীয় নেতার সাক্ষাৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে সিঙ্গাপুরের ইয়র্ক হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জাতীয় পার্টি সূত্র।



রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী দলীয় নেতা তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় রাষ্ট্রপতিও বিরোধী দলীয় নেতার স্বাস্থ্যের খোজখবর নেন।

সাক্ষা‍ৎকালে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন ও  জাতীয় সংসদের বিরোধী দলীয় সংসদ সদস্য মো. সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি আন্তর্জাতিক একটি সংলাপে যোগদান ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১১ নভেম্বর চীন থেকে সিঙ্গাপুরে যান। অন্যদিকে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ১৪ নভেম্বর থেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ