ঢাকা: সিঙ্গাপুর রুটে বিমানের নতুন বোয়িং (৭৩৭-৮০০) পরিচালনা করার ঘোষণা দিয়েছেন বিমানের বোর্ড চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ।
সম্প্রতি সিঙ্গাপুরের হিলটন হোটেলের গ্রান্ড বলরুমে বিমান বাংলাদেশ ‘এয়ারলাইন্সের এজেন্ট এওয়ার্ড নাইট-২০১৫’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিক্রয় অবদানের জন্য ৫টি এজেন্টকে সম্মননা দেওয়া হয়। তাদের হাতে সম্মননা তুলে দেন বিমানের বোর্ড চেয়ারম্যান জামাল উদ্দিন আহমদ।
এসময় আরো বক্তব্য রাখেন, সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহবুব উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিমানের কান্ট্রি ম্যানেজার দিলীপ কুমার চৌধুরী।
অনুষ্ঠানে চাংগি এয়ারপোর্ট কর্তৃপক্ষ, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধি, সিঙ্গাপুরে বিভিন্ন সংগঠনের নেতারাসহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষে র্যাফেল ড্র ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে বিমান সপ্তাহে ৬ দিন ফ্লাইট পরিচালনা করছে। এটি বিমানের অন্যতম লাভজনক রুট।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসএইচ