ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্গাপুর

আগুনে সর্বস্ব হারালেন সিঙ্গাপুরের বাংলাদেশি শ্রমিকরা

আনোয়ার হোসেন, সিঙ্গাপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
আগুনে সর্বস্ব হারালেন সিঙ্গাপুরের বাংলাদেশি শ্রমিকরা

সিঙ্গাপুর: ঘরে আগুন লেগে সর্বস্ব হারিয়েছেন সিঙ্গাপুরে কর্মরত প্রায় দুই শতাধিক বাংলাদেশি শ্রমিক ।

শুক্রবার (১২ই) জুন সকালে চুয়া চু কাং এভিনিউ ১ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাশে অবস্থিত শ্রমিকদের থাকার জন্য অস্থায়ীভাবে তৈরি করা ৩ তলা ডরমিটরিতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কিছুক্ষণের মধ্যেই প্রায় পুরো ভবনেই আগুন ছড়িয়ে পড়ে ।  

এ সময় শ্রমিকরা প্রায় সকলেই নিজ নিজ কর্মস্থলে ছিলেন বলে তাদের আসবাবপত্র বা ব্যক্তিগত কোন কিছুই রক্ষা করা যায়নি ।

তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে ।

বাংলাদেশি শ্রমিক মাহফুজুর রহমান (৩৪) জানিয়েছেন – আগুনে তার জমানো আটশত ডলার, ওয়ার্ক পারমিট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব কাপড়-চোপড় পুড়ে গেছে । এখন বাকি দিনগুলো তিনি কিভাবে পার করবেন এটা ভাবতেই চোখে অন্ধকার দেখছেন তিনি ।  

একই অবস্থা ক্ষতিগ্রস্ত সব শ্রমিকেরই । টাকা, কাপড় আর ব্যক্তিগত সব কিছু হারিয়ে কাঁদছেন অনেকেই ।

তবে, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য জরুরি ভিত্তিতে সাহায্য পাঠিয়েছে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশের দূতাবাস । ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) সাব্বির আহমেদ জানিয়েছেন- ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাপড় আর বাসস্থানের ব্যবস্থাসহ ক্ষতিপূরণ আদায়ের জন্য দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে ।


বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ১৩, ২০১৩
কেজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সিঙ্গাপুর এর সর্বশেষ