সিঙ্গাপুর: প্রায় ১৫ বছর বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (বিএলসিএফ) নামে বাংলায় দু’টো স্কুল পরিচালিত হয় সিঙ্গাপুরে। এই দুই বাংলা স্কুলের উদ্যোগে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিসহ তাদের সন্তানরা পালন করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় বাংলা স্কুলের প্রধান শাখা জাংদি প্রাইমারি স্কুল ও বেলা ১১টায় জুইং প্রাইমারি স্কুলে যথাযোগ্য মর্যাদায় উদযাপন অনুষ্ঠানের সূচনা ঘটে।
অনুষ্ঠানের শুরুতেই প্রভাতফেরির মাধ্যমে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হাতে গড়া শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে স্কুলের শিশুরাই বাংলায় গান পরিবেশন, কবিতা ও ছড়া আবৃত্তি করে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও বেশ কয়েকজন দেশের গান পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ০৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ