ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গ্রুপ রানার্সআপ হয়েই ফাইনালে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
গ্রুপ রানার্সআপ হয়েই ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারত ফাইনাল নিশ্চিত করেছে আগেই। বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি ওমেন্স হ্যান্ডবল টুর্নামেন্টে গ্রুপের শেষ ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।

পল্টন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ (১৫ মে) গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের দুটি দলই মুখোমুখি হয় ভারতের। দুটি ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ।  

টুর্নামেন্টে ৩ ম্যাচে ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। হেরেছে ১টি ম্যাচ। আর গ্রুপের তিনটি ম্যাচই জিতেছে ফেবারিট ভারত। আগামী ১৭ মে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ফাইনালের মহড়ায় আজ অবশ্য ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।  

দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ওই ম্যাচে বাংলাদেশকে ৪৩-৩৩ গোলে হারায় ভারত। কিন্তু পরের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দাঁড়াতেই পারেনি ভারতীয় মেয়েদের সামনে। একপেশে লড়াইয়ে বাংলাদেশের জুনিয়র দলটি হেরেছে ৪০-১৮ গোলের ব্যবধানে।    

অনূর্ধ্ব-১৭ দলের ম্যাচে এক পর্যায়ে বাংলাদেশ ও ভারত দুই দলেরই স্কোর ছিল সমান ১৯। কিন্তু এরপর থেকে ভারত ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের মেয়েদের ওপর।  

হারলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের কোচ ডালিয়া আক্তার খুশি মেয়েদের পারফরম্যান্সে, ‘আমার দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে খেলতে পারেনি। তাছাড়া মাত্র এক মাসের প্রস্তুতি নিয়েছি আমরা। সেই হিসেবে মেয়েরা খুবই ভালো খেলেছে। কারণ ভারত অনেক দিন ধরে হ্যান্ডবল খেলে। অনেক অভিজ্ঞ ওরা। সেই হিসেবে আমরা ওদের সঙ্গে দারুণ লড়াই করেছি। আর এতেই আমি খুশি। তবে ফাইনালে এই দলের বিপক্ষে কৌশলে কিছু পরিবর্তন আনব। আমি মনে করি এই মেয়েদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। ’ 

দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে মালদ্বীপ। প্রথম ম্যাচে মালদ্বীপ অনূর্ধ্ব-১৭ দল ৪২-১১ গোলে হারিয়েছে নেপালকে। দ্বিতীয় ম্যাচে নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ২৫-১০ গোলে হারিয়েছে মালদ্বীপ।  

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।