ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্যাডমিন্টন নির্বাচন

মনোনয়নপত্র জমা দিয়েছে দুই প্যানেলই

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, মে ১৫, ২০২৩
মনোনয়নপত্র জমা দিয়েছে দুই প্যানেলই

ব্যাডমিন্টনে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ২২ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।

আজ দুই প্যানেলই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সাবেক সাধারণ সম্পাদক যোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল ২১ টি ও অন্যদিকে জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ২৭ টি মনোনয়নপত্র জমা দিয়েছে।

সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও গুলশান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর যোবায়েদুর রহমান রানা, সাবেক সাধারণ সম্পাদক ফেনীর কাউন্সিলর আমির হোসেন বাহার ও বরগুনার কাউন্সিলর আলমগীর হোসেন।

এই তিনজন আবার সহ-সভাপতি পদেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমির হোসেন বাহার ও আলমগীর হোসেনকে সমর্থন দিচ্ছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ। যোবায়েদুর রহমান রানার সমর্থন বেশি ক্লাবের।

জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল তারকাখচিত। ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী কামরুন নাহার ডানা, মরিয়ম তারেক, সাবেক চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন, আন্তর্জাতিক আম্পায়ার ইসমাইল যথাক্রমে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধক্ষ্য প্রার্থী। অন্যদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে তারকা ক্রীড়াবিদ সেই অর্থে নেই। সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনে তাদের পরিচিতিও খুব কম।  

আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৭ মে মনোনয়নপত্রের ওপর আপিল, ১৮ মে প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২৪টি পদের জন্য ৯৮ জন কাউন্সিলর ভোট প্রদান করে নতুন নির্বাহী কমিটি নির্বাচন করবেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।