ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শৈশবের খেলার মাঠ সংস্কারের উদ্যোগ মাশরাফির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
শৈশবের খেলার মাঠ সংস্কারের উদ্যোগ মাশরাফির

নড়াইল: দীর্ঘ দিনের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নিজেই ছুটে এসেছেন বাড়ির পাশের মাঠ সংস্কার কাজের উদ্বোধন করতে।  

বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে চট্টগ্রাম ক্রিকেট গ্রাউন্ডের বিশেষজ্ঞ বাবুকে সঙ্গে নিয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন মাশরাফি।

শৈশবের এই মাঠটি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ নামে পরিচিত, যা পরে মাশরাফির মাঠ নামে বিশ্বে পরিচিতি পেয়েছে।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, নড়াইলের জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী,পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া খাতুন,মাশরাফির বাবা গোলাম মর্তুজা শ্বপনসহ স্থানীয় গণ্যমান্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপি হওয়ার পরে গত কয়েক বছর ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ সব জায়গাতেই ঘুরেছেন এই মাঠটি সংস্কারের জন্য। কিন্তু টাকা জোগাড় করা যায়নি। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। যা দিয়ে শুরু হবে মাঠ সংস্কার।  

এ সময় মাশরাফি বলেন, এই মাঠটি নিয়ে অনেক অভিযোগ ছিল। অনেক জায়গায় গেলাম কেউ তো মাঠ সংস্কারে এগিয়ে এলো না। প্রধানমন্ত্রী কিছু টাকা দিয়েছেন। সম্পূর্ণ সংস্কারে আরো কিছু টাকা লাগবে। যেভাবেই পারি তা আমি নিজেই জোগাড় করবো। এটি আমাদের অস্তিত্বের মাঠ।  

মাশরাফির বন্ধু নাহিদ ইকবাল পায়েল বাংলানিউজকে বলেন, এই মাঠে খেলে আমরা বড় হয়েছি, এটি সংস্কারে এই প্রথম কেউ উদ্যোগ নিল।  

মাশরাফির সেই সময়ের ক্রিকেট ওস্তাদ মোহাম্মদ বাংলানিউজকে বলেন, মাঠটি সংস্কার করা হলে আবার নড়াইলের ছেলে মেয়েরা খেলাধুলায় মেতে উঠতে পারবে। হয়তো ভবিষ্যতে নতুন কোনো মাশরাফির জন্ম হবে এখান থেকেই।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ১৫, ২০২৩ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।