ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মঙ্গলবার শুরু হচ্ছে নারী হ্যান্ডবল লিগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
মঙ্গলবার শুরু হচ্ছে নারী হ্যান্ডবল লিগ

প্রায় চার বছর পর আয়োজিত হচ্ছে নারী হ্যান্ডবল লিগ। আগামী মঙ্গলবার (২০ জুন) থেকে লিগের খেলা শুরু হবে।

২০১৯ সালের পর আর এই লিগ আয়োজিত হয়নি। এবারের লিগে অংশ নিচ্ছে আটটি দল।

আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুই দল অংশ নেবে সুপার ফোরে। তবে সুপার ফোরে গ্রুপের পয়েন্ট যোগ হবে না। একাধিক দলের পয়েন্ট সমান হলে গোল ব্যবধানে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে।  

টুর্নামেন্টের আদলে এই লিগ আয়োজনের কারণ ব্যাখ্যা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, ‘ক্লাব গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। ক্লাবগুলো এখন অনেক কষ্ট করে চলে। লিগ হলে ক্লাবগুলোর ব্যয় বাড়ে। এজন্য এবার এভাবেই আয়োজন হচ্ছে। তবে আগামী বছর লিগ আকারেই অনুষ্ঠিত হবে। ’ 

নারী হ্যান্ডবলের সঙ্গে দীর্ঘদিন জড়িত মৌসুমী ইন্ড্রাস্ট্রিজের কিউট। প্রতিষ্ঠানটি নারী হ্যান্ডবল টুর্নামেন্টের প্রায় অর্ধেক খরচ দিচ্ছে। টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কিউটের চেয়ারম্যান ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। এছাড়া ছিলেন নারী হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, সম্পাদক মকবুল হোসেন, ফেডারেশনের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এআর/এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।