জার্মানির বার্লিনে স্পেশাল অলিম্পিকের ৮ম দিনেও বাংলাদেশ অর্জন করেছে বেশ কয়েকটি সোনা, রুপা ও ব্রোঞ্জ।
গেমসের অন্যতম জনপ্রিয় ভলিবলের মিশ্র ইভেন্টের পাশাপাশি মেয়েদের হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিযোগীরা ইনডোর স্টেডিয়াম ভর্তি দর্শককে প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ ম্যাচ উপহার দিয়ে জিতে নেয় সর্বোচ্চ সাফল্য।
দিনের অন্য খেলায় বিশেষ করে ব্যাডমিন্টনে সর্বোচ্চ তিনটি সোনা জিতেছেন দেশের স্বর্ণকিশোরী পান্না আক্তার। অব্যক্ত ভাষায় জানালেন কতটা খুশী তিনি দেশের হয়ে এমন অর্জনে।
গেমসে ছেলেদের হ্যান্ডবল, বোচে ও অ্যাথলেটিকসের বেশ কয়েকটি ইভেন্টে সোনা, রুপা ও ব্রোঞ্জ পায় বাংলাদেশের স্পেশাল প্রতিযোগীরা। সব মিলিয়ে অর্জনের দিক থেকে এইদিনটি শুধুই ছিল বাংলাদেশের।
দলের প্রধান কর্মকর্তা ড. নুরুল আলম মনে করছেন, এই আসরে বাংলাদেশের অর্জন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এমএইচএম