ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

খেলা

৬০ বছর পর উইম্বলডনের ফাইনালে অবাছাই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
৬০ বছর পর উইম্বলডনের ফাইনালে অবাছাই খেলোয়াড়

৬০ বছর পর নারী এককের ফাইনালে কোনো অবাছাই খেলোয়াড় দেখল উইম্বলডন। এবারের আসরে প্রথম সেমিফাইনালে এলিনা সভিতোলিনাকে সরাসরি সেটে উড়িয়ে এই কীর্তি গড়লেন মার্কেতা ভন্দ্রুসোভা।

শীর্ষ বাছাই সভিতোলিনার বিপক্ষে ৬-৩, ৬-৩ গেমে জয় পান চেক প্রজাতন্ত্রের এই কন্যা।

খেলার শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন ভন্দ্রুসোভা। যা ধরে রাখেন শেষ পর্যন্ত। গত অক্টোবরে মা হওয়ার পর তিন মাস আগে টেনিসে ফিরেছিলেন সভিতোলিনা। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে ধাপে ধাপে অনন্য গল্পই লিখে যাচ্ছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন অন্যতম ফেভারিট ইগা শিওনতেককে। কিন্তু ফাইনালের বাধা টপকাতে পারলেন না।

অন্যদিকে র‍্যাংকিংয়ের ৪৩তম খেলোয়াড় হিসেবে আসর শুরু করেন ভন্দ্রুসোভা। ২৪ বছর বয়সী এই কন্যা ফাইনাল খেলেছেন ফ্রেঞ্চ ওপেনেও। তবে সেবার হেরে ফিরতে হয় অ্যাশলি বার্টির কাছে। ভন্দ্রুসোভা নিশ্চয়ই এবার একই চিত্রনাট্য চাইবেন না। তার আগে সবশেষ অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বিলি জিন কিং।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।