ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

খেলা

শহীদ শেখ রাসেল ম্যারাথন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মে ২৯, ২০২৪
শহীদ শেখ রাসেল ম্যারাথন স্থগিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল হাফ ম্যারাথন সাময়িক স্থগিত করা হয়েছে। আসরটি আগামী শুক্রবার হাতিরঝিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনের সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সাক্ষরকৃত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের উপর দিয়ে বয়ে গেছে রেমাল ঘুর্ণিঝড়। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের এক কোটি ২০ লাখ মানুষ। তাছাড়া এখনো রয়েছে এই ঘুর্ণিঝড়ের প্রভাব। এমতাবস্থায় সার্বিক দিক বিবেচনা করে ৩১ মে হাফ ম্যারাথন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে সুবিধাজনক সময়ে সম্ভাব্য জুলাই মাসে এই ম্যারাথন আয়োজন করা হবে। যারা ইতোমধ্যে ম্যারাথনের জন্য নাম নিবন্ধন করেছেন, তাদের আর নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।