কয়েকদিন আগেই জাতীয় দল থেকে আচমকা অবসরের ঘোষণা দেন রোমান সানা। সেই সমালোচনা ছাপিয়ে জাতীয় আর্চারিতে ফিরেছেন তিনি।
আগেরবার এই প্রতিযোগিতায় সোনা জিতলেও এবার ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রোমানকে। এবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আছেন পুলিশ আর্চারি ক্লাবের হাকিম ও আনসারের সাকিব মোল্লা। সেমিফাইনালে আবদুল্লাহ আল রাফিকে হারিয়ে ফাইনালে উঠেছেন সাকিব। হেরে যাওয়া রাফির বিপক্ষে লড়াইয়ে ৬-০ ব্যবধানে জেতেন রোমান সানা।
এদিকে আরেক সেমিফাইনারে রোমানকে ৭-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে সাকিবের সঙ্গী হাকিম। কোয়ার্টার ফাইনালে তিনি বিদায় করেন জাতীয় দলের আরেক আর্চার সাগর ইসলামকে।
বিকেএসপিতে চলা এবারের জাতীয় আর্চারিতে মেয়েদের রিকার্ভে অবশ্য ফাইনালে উঠেছেন দিয়া সিদ্দিকী। সেমিফাইনালে হারিয়েছেন তিনি মোসাম্মৎ মনীষাকে। ফাইনালে দিয়ার প্রতিপক্ষ জ্যোতি মনি চাকমা। সেমিফাইনালে জ্যোতিমনি হারিয়েছেন সীমা আক্তারকে। সীমা পরে ব্রোঞ্জ জিতেছেন মনীষাকে হারিয়ে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
আরইউ