ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিটি গ্রুপের পক্ষ থেকে ৫ লাখ টাকা পেলেন আর্চার সাগর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
সিটি গ্রুপের পক্ষ থেকে ৫ লাখ টাকা পেলেন আর্চার সাগর

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে মাত্র তিনজন অ্যাথলেট সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তার মধ্যে সর্বশেষ নাম আর্চার সাগর ইসলাম।

তুরষ্কের আনতালিয়ায় অলিম্পিক কোটা প্লেস টুর্নামেন্টে রৌপ্য পদক জিতে সরাসরি অলিম্পিকে খেলা নিশ্চিত করেছেন তিনি। আজ বৃহস্পতিবার তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ সাগরকে দিয়েছে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার।

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সাগর ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সাগরের সঙ্গে ছিলেন তার ‌সংগ্রামী মা সেলিনা। শহরে চায়ের দোকান করে পরিবারকে পালন করছেন তিনি। ঢাকায় এসে সংবর্ধনা মঞ্চে উঠেছেন তিনি। ছেলের জন্য গর্বিত সেলিনা।  

তিনি বলেন, 'আজ আমার ছেলের জন্য মঞ্চে ওঠার সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। যেন সে আরো ভালো কিছু করতে পারে। ’ 

সাগরও খুশি মাকে মঞ্চে উঠার সুযোগ করে দিতে পেরে, 'আমার বাবা নেই। মা অনেক কষ্ট করে মানুষ করেছেন। মাকে খুশি করতে পেরেছি এবং এখানে আসার উপলক্ষ্য করে দিতে পেরে ভালো লাগছে। '

আর্চারি ফেডারেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ সাগরকে পাঁচ লাখ টাকা পুরস্কার প্রদান করেছেন। সাগর অর্থ পুরস্কার পেয়ে যেন বিস্ময়ের ঘোরে রয়েছেন, ‘জানতাম পুরস্কার পাবো। কিন্তু এত বড় পুরস্কার পাব ভাবিনি। এই টাকা মায়ের সঙ্গে আলোচনা করেই ব্যয় করব। এখনও ঠিক করিনি কি করব। ’ 

সাগরের টাকা সাগরের জন্যই ব্যয় করার পরিকল্পনা মায়ের, ‘টাকা সাগরের। এটা ওর জন্যই খরচ হবে। ওর খেলা বা ভবিষ্যতের জন্য প্রয়োজন। ’

২৬ জুলাই অলিম্পিক গেমস শুরু। তবে কোচ মার্টিন ফ্রেডরিক সপ্তাহ খানেক আগেই প্যারিস যেতে চান, ‘আবহাওয়া ও সামগ্রিক পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ১৮-২০ জুলাইয়ের মধ্যে প্যারিস থাকতে চাই। এটা সাগরের অনুশীলনের জন্য ভালো হবে। ’ 

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।