ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

আবাহনীর দায়িত্বে ইস্টবেঙ্গলের সাবেক কোচ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
আবাহনীর দায়িত্বে ইস্টবেঙ্গলের সাবেক কোচ

গত মৌসুমে আবাহনী লিমিটেডের ডাগআউট সামলেছিলেন আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। তবে দলের লিগ শিরোপা খরা কাটাতে পারেননি তিনি।

অন্যদিকে প্রবল প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস তাদের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে টানা পঞ্চম লিগ শিরোপা জিতে ইতিহাস গড়েছে। এবার নিজেদের দলের দায়িত্ব স্প্যানিশ কোচ মারিও রিভেরার হাতে তুলে দিতে যাচ্ছে আবাহনী।

আবাহনীর সংক্ষিপ্ত তালিকায় ছিলেন দুই কোচ। একজন উজবেকিস্তানের। অপরজন স্প্যানিশ। শেষ পর্যন্ত স্পেনের কোচই দায়িত্ব নিতে যাচ্ছেন আকাশি-নীল শিবিরের। এমনটাই জানিয়েছে ক্লাব।

ভারতের বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গলের কোচ ছিলেন রিভেরা। ক্রুসিয়ানির চেয়ে বেতন বেশি এই স্প্যানিশের। তার সঙ্গে বিদেশি ট্রেইনারও নিচ্ছে গত বছর কোনো শিরোপা না পাওয়া দলটি। আবাহনীর দায়িত্ব নেওয়ার আগে ব্রুনাই জাতীয় দলের কোচ ছিলেন রিভেরা।  

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আবাহনীই প্রথম বিদেশি কোচ এনেছিল। ১৯৭৩-৭৪ আইরিশ কোচ উইলিয়াম বিলহার্ট আবাহনীতে কোচিং করান। গত দেড় যুগ ধরে আবাহনী ফুটবলে বিদেশি কোচ নিয়োগ দিয়ে আসছে। ইরানি, পর্তুগিজ ও ক্রোয়েশিয়ানের পর এবার আবাহনীর দায়িত্ব নেবেন স্প্যানিশ কোচ।  

২০১৮ সালের পর থেকে লিগশিরোপার দেখা পায়নি আবাহনী। ২০১৮-২৩ পর্যন্ত পর্তুগিজ কোচ ম্যারিও লেমোস আবাহনীর কোচ ছিলেন। গত মৌসুমে আবাহনীর দীর্ঘদিনের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর পরিবর্তনের পাশাপাশি কোচ লেমোসকেও সরিয়ে দেয় আবাহনী কর্তৃপক্ষ। গত মৌসুমে বাংলাদেশ ও আবাহনীর সাবেক কোচ আর্জেন্টাইন আন্দ্রেস ক্রুসিয়ানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সফল হতে পারেননি।  এই স্প্যানিশ কোচ আবাহনীর শিরোপা খরা ঘুচাতে পারবেন কি না তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময় : ১৭০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এআর/এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।