ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের দুই সাঁতারু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে যাচ্ছেন বাংলাদেশের দুই সাঁতারু

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার তালিকায় যুক্ত হলো আরও দুই নাম। ওয়াইল্ড কার্ডের সুবাদে অলিম্পিকে অংশ নেবেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি এবং সোনিয়া আক্তার।

 

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ১০০ মিটার ফ্রি স্টাইলে খেলবেন রাফি এবং ৫০ মিটার ফ্রি স্টাইলে খেলবেন সোনিয়া আক্তার।

দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পাওয়ায় এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকে বাংলাদেশের ক্রীড়াবিদের সংখ্যা পাঁচজন। তারা হলেন- স্প্রিন্টার ইমরানুর রহমান, শুটার রবিউল ইসলাম ও আর্চার সাগর ইসলাম। একমাত্র সাগরই কোটা প্লেস পেয়েছেন। অর্থাৎ সরাসরি খেলবেন তিনি। বাকি চারজন পেয়েছেন ওয়াইল্ড কার্ড।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিওএ'র নির্বাহী সদস্য এমবি সাইফ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গতকাল রাতে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন (ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক্স) অলিম্পিকে আমাদের একজন নারী (সোনিয়া) ও পুরুষ সাঁতারুর (রাফি) অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশের দুই সাঁতারু ওয়াইল্ড কার্ড পেয়েছে। '

দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডে অলিম্পিক গেমসে খেলার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও (বিওএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশন। এ ব্যাপারে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘গত রাতে দুই সাঁতারুর ওয়াইল্ড কার্ডের চিঠি আমরাও পেয়েছি। ’

গলফ ও বক্সিংয়ে ওয়াইল্ড কার্ডের প্রত্যাশা করা হলেও তা পাওয়ার সম্ভাবনা নেই। ৫ ক্রীড়াবিদ নিয়েই বাংলাদেশকে প্যারিস অলিম্পিকে যেতে হবে। স্প্রিন্টার ইমরান ইংল্যান্ড ও সাঁতারু রাফি থাইল্যান্ডে অনুশীলন করছেন। অলিম্পিক নিশ্চিত হওয়া বাকি ৩ জন দেশেই প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।