গুঞ্জন সত্যি করে বসুন্ধা কিংসকে বিদায় বলেছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে ছয় বছর পর ক্লাবের দায়িত্ব ছেড়েছেন এই স্প্যানিশ কোচ।
অস্কারকে বিদায় জানিয়ে নিজেদের ফেসবুক পেজে আবেগঘন বার্তা দিয়েছে দেশের ফুটবলের অন্যতম পরাশক্তি বসুন্ধরা কিংস। ফেসবুক পোষ্টে তারা লিখেছে, ‘২০১৮-১৯ এর কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের আত্মপ্রকাশ হলো দেশের ফুটবলের হৃত গৌরব ফিরিয়ে আনতে। সেই যাত্রায় হেড কোচ হিসেবে যোগ দিলেন অস্কার ব্রুজোন। এরপর দেখতে দেখতে ছয় বছর চলে গেল। অস্কারের হাত ধরে কিংসের ঘরে এলো ট্রেবল। পরপর পাঁচবার লিগ শিরোপা, তিনবার ফেডারেশন কাপ, তিনবার ইন্ডিপেন্ডেন্স কাপ। বিদেশের মাটিতে এসিএল আর এএফসির মতো টুর্নামেন্টে কিংস মাঠ মাতালো। কিন্তু কোচ অস্কার ক্লাবের জন্য এরচেয়েও বেশি কিছু নিয়ে এসেছিলেন। “পেশাদারি মনোভাব” বলে যে কথাটা হরহামেশা শুনি, আমাদের প্রতিটা খেলোয়াড়দের মধ্যে তিনি এই পেশাদারিত্বের বোধ তৈরি করে দিয়েছেন। এর বাইরে ক্লাব-সংশ্লিষ্ট সবার মধ্যেও। আপনাকে কুর্নিশ, অস্কার। কিংস আপনাকে ভুলবে না। ’
সেই সঙ্গে বসুন্ধরা কিংসের ট্রেনার হাভিয়ের সানচেজকেও বিদায় জানিয়েছে কিংস। পোস্টে হাভিয়েরর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা হয়েছে, ‘একই সময়ে বিদায় জানাচ্ছি আমাদের ট্রেনার হাভিয়ের সানচেজকে। কিংস দেশসেরা ক্লাব হয়ে ওঠার পিছনে ওনার অনেক অবদান। সানচেজের জন্য ভালোবাসা, শুভকামনা। ’
দেশের ফুটবলে এমন পেশাদারিত্বের ছাপ সচারাচর দেখা মেলে না। কোচকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বিদায় জানিয়ে এবং তার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে পেশাদারিত্বের নজিরই রাখল বসুন্ধরা কিংস।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এআর/এএইচএস