ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

হারল সাকিবের দল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
হারল সাকিবের দল 

দল যখন চাপের মুখে তখন হাল ধরলেন সাকিব আল হাসান। এনে দিলেন লড়াকু সংগ্রহের ভীত।

যদিও তা যথেষ্ট ছিল না তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের জন্য। সান ফ্রান্সিসকো ইউনোকর্নসের কাছে ৪ উইকেটে হেরেছে তারা।

ডালাসে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান করেছে নাইট রাইডার্স। ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪০ রান নিয়ে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। এছাড়া ২৬ বলে ৬ চারে ৩৫ রান করেছেন সাকিব। চতুর্থ উইকেটে নিতিশ কুমারকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন তিনি।

বল হাতে যদিও খরুচে ছিলেন সাকিব। মাত্র ২ ওভার বোলিং করে ২৭ রান দিয়েছেন তিনি। এর মধ্যে তাকে টানা তিন ছক্কা হাঁকিয়েছেন ফিন অ্যালেন। এই কিউই ওপেনারের বিধ্বংসী ইনিংসেই জয়ের পথটা সহজ হয়ে যায় ইউনিকর্নসের জন্য। ৩৭ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬৩ রান করে ম্যাচসেরা হন তিনি। এছাড়া ২৬ বলে ৫৮ রান করেন ম্যাথু শর্ট।

দুই ম্যাচ খেলে মেজর লিগ ক্রিকেটে এটি নাইট রাইডার্সের প্রথম হার।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।