ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

খেলা

ডিএমপি ও সেনাবাহিনীর জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
ডিএমপি ও সেনাবাহিনীর জয় ফাইল ছবি

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্বপ্নভূমি প্রপার্টিজের উদ্যোগে আয়োজিত স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে আজ সোমবার (৮ জুলাই) নিজ নিজ খেলায় জয় পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ সেনাবাহিনী।

পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় ডিএমপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

২টি লোনাসহ ম্যাচটি ৪৫-২৯ পয়েন্ট ব্যবধান জেতে ডিএমপি। জয়ী দল খেলার প্রথমার্ধে ২৩-১৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল।

এদিকে দিনের দ্বিতীয় খেলায় ম্যাটে নামে বাংলাদেশ সেনাবাহিনী। যাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ বিমান বাহিনী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটি ৩৮-৩৭ পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে আনন্দে মাঠে ছাড়েন সেনাবাহিনীর খেলোয়াড়রা। জয়ী দল খেলার প্রথমার্ধে ১২-০৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। ৮ দলের অংশগ্রহণে এবারের সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ অনুষ্ঠিত হচ্ছে।  

দলগুলো হলো: বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।