ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন আবাহনী, তৃতীয় হওয়ার দৌড়ে শেখ রাসেল

সিনিয়র করসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
চ্যাম্পিয়ন আবাহনী, তৃতীয় হওয়ার দৌড়ে শেখ রাসেল

বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হতে চলেছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার (১৬ জুলাই) বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ১-০ গোলে জিতে শিরোপা নিশ্চিত করেছেন তারা।

 

দ্বিতীয় স্থানে রয়েছে ফোর্টিস এফসি। বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে শেখ রাসেল। আজ ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছেন তারা। শেষ ম্যাচে এই জয়ের ধারা বজায় রাখতে পারলে তৃতীয় হয়ে আসর শেষ করবেন তারা।

নয় দলের লিগে আবাহনী টানা সাত জয়ে ২১ পয়েন্ট অর্জন করেছে। আবাহনীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফর্টিজ এফসি সমান ম্যাচে ১৬ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা শেখ রাসেলের পয়েন্ট ১১।  

কোটাবিরোধী আন্দোলনের কারণে পুরো দেশে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন রাস্তা বন্ধ থাকার কারণে ম্যাচের সময় পিছিয়ে দিয়েছিল বাফুফে। আজ এই ম্যাচ শুরু হয় রাত নয়টায়। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রাসেল। ১৪ মিনিটে সাব্বির হোসেনের দর্শনীয় গোলে জয় পায় তারা। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে যায় ব্রাদার্স। বক্সার বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেন সাব্বির হোসেন।

ম্যাচে আরও বেশ কিছু গোলের সুযোগ তৈরি করে রাসেল। তবে শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়ানো হয়নি।  

দিনের অন্য ম্যাচে সিফাতের একমাত্র গোলে জয় পায় আবাহনী।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।