আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক। গতকাল জমকালো উদ্বোধন হওয়ার পর আজ থেকে শুরু হয়েছে পদকের লড়াই।
আজ শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছেন কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম ও লে আলেকজান্দ্রা।
শুটিংয়ের ওই ইভেন্টে প্রথম সোনা জয় করে চীন। ফাইনালে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি ১৬–১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে। এই ইভেন্টে প্রথম রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া।
শুটিংয়ের পর ডাইভিংয়েও প্রথম সোনা জিতে নিয়েছে চীন। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে এই পদক পেয়েছে তারা। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ব্রোঞ্জ গেছে গ্রেট ব্রিটেনের দখলে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এমএইচএম