ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

শুটিংয়ে পদক পাওয়া ভারতের প্রথম নারী মানু ভাকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
শুটিংয়ে পদক পাওয়া ভারতের প্রথম নারী মানু ভাকের

প্রথম নারী হিসেবে শুটিংয়ে ভারতকে অলিম্পিক পদক এনে দিলেন মানু ভাকের। প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

তার পয়েন্ট ছিল ২২১.৭।  

গত টোকিও অলিম্পিকে পিস্তলে ত্রুটি থাকার কারণে লড়াই করতে পারেননি মানু। কিন্তু এবার ঠিকই পদক আদায় করে নিলেন তিনি। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে জিন (২৪৩.২ পয়েন্ট)। রুপা জিতেছেন তারই স্বদেশি কিম ইয়ে জি। তার থেকে ০.১ পয়েন্ট দূরে থাকায় ফাইনালে উঠতে পারেননি মানু।

এনিয়ে ১২ বছর পর শুটিংয়ে পদকের দেখা পেল ভারত। সবশেষ ২০১২ লন্ডন অলিম্পিকে ছেলেদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রুপা জেতেন বিজয় কুমার। একই আসরে ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন গগণ নারাং।

এর আগে ২০০৮ বেইজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন অভিনব বিন্দ্রা। ২০০৪ এথেন্স অলিম্পিকে প্রথম ভারতীয় হিসেবে শুটিংয়ে (ডাবল ট্রাপ) পদক (রুপা) জেতেন রাজ্যবর্ধন সিং রাঠৌড়।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৪
এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।