সৌদি আরবের প্রথম নারী সাঁতারু হিসেবে অলিম্পিকের পুলে নেমে ইতিহাস গড়লেন মাশায়েল আল-আয়েদ। ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে হিটে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
আল-আয়েদ হিট সম্পন্ন করেন ২ মিনিট ১৯.৬১ সেকেন্ডে। আগের সেরা টাইমিং ছিল ২ মিনিট ২১.০৪ সেকেন্ড। তার পারফরম্যান্স নিয়ে সৌদি রাজকুমারি রিমা বিনতে বান্দার আল সাউদ বলেন, 'মাশায়েল আল আয়েদ- এই তরুণীর প্রশংসা করে গর্বিত আমি। ' সৌদির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন তুর্কি বিন ফয়সাল বলেন, 'মাশায়েল আল আয়েদের সামনে অসাধারণ ভবিষ্যৎ রয়েছে, সেজন্য তাকে শুভকামনা জানাই। '
এদিকে বাস্কেটবলে চমক দেখিয়েছে দক্ষিণ সুদান। পুয়ের্তো রিকোকে ৯০-৭৯ ব্যবধানে হারিয়ে অলিম্পিক ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে তারা। প্রথমার্ধে পুয়ের্তো রিকো দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ১৩ বছর আগে স্বাধীনতার স্বাদ পাওয়া দেশটি।
বাংলাদেশ সময়ঃ ০১০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এএইচএস