ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

সিন নদীতে মাত্রাতিরিক্ত দূষণ, স্থগিত ট্রায়াথলন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
সিন নদীতে মাত্রাতিরিক্ত দূষণ, স্থগিত ট্রায়াথলন

প্যারিসের সিন নদীতে মাত্রাতিরিক্ত দূষণের কারণে ট্রায়াথলনের অনুশীলন বাতিল করেছিল অলিম্পিক আয়োজকেরা। এবার স্থগিত হলো মূল ইভেন্টও।

আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিন নদীতে শুরু হওয়ার কথা ছিল ছেলেদের ট্রায়াথলন প্রতিযোগিতা । কিন্তু প্যারিস অলিম্পিকের আয়োজক কর্তৃপক্ষ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন এক বিবৃতিতে জানিয়েছে, নদীর পানিকে এখনো দূষণমুক্ত করতে না পারায় প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে।  

গত শুক্র ও শনিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর কিছু জায়গায় দূষণ আরও বেড়েছে। যদিও এর আগে বলা হয়েছিল, মূল ইভেন্টের আগে পানির দূষণ কমে আসবে। কিন্তু দূষণের মাত্রা এখনও গ্রহণযোগ্য সীমার ওপরে। অ্যাথলেটদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ভেবে তাই প্রতিযোগিতা পিছিয়ে দেওয়া হয়েছে। অবশ্য মেয়েদের প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ৩১ জুলাই। সেটিও হবে একইদিনে, ১ জুলাই।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।