ডাবলসে সোনা জয়ের আশায় ছেড়ে দিয়েছিলেন এককের লড়াই। কিন্তু প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালেই থামতে হলো অ্যান্ডি মারেকে।
কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও টমি পলের কাছে ৬-২, ৬-৪ ব্যবধানে হেরে যান মারে ও ড্যান ইভানস জুটি।
হারের পর মারে বলেন, 'আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন ও খেলাধুলায় যা অবদান রেখেছি তা নিয়ে গর্বিত। স্পষ্টতই এটি আবেগী মুহূর্ত ছিল কারণ শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি আমি। কিন্তু এখন সত্যিকার অর্থেই খুশি, যেভাবে শেষ হলো তাতেও খুশি। '
তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা মারে প্রথম শিরোপা উঁচিয়ে ধরেন ২০১২ ইউএস ওপেনে। এরপর ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন জেতেন তিনি। এছাড়া অলিম্পিকে একক লড়াইয়ে দুবার স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন এই ব্রিটিশ তারকা।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
এএইচএস