ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

হিটেই বাদ সোনিয়া-ইমরানুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
হিটেই বাদ সোনিয়া-ইমরানুর

হিটেই বাদ সোনিয়া ও ইমরানুর
স্পোর্টস ডেস্ক

আরও একবার ব্যর্থতায় শেষ হলো বাংলাদেশের অলিম্পিক মিশন।  পাঁচ অ্যাথলেটের সবাই বাদ পড়েছেন নিজেদের ইভেন্ট থেকে।

আজ মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে নিজের হিটে ষষ্ঠ হন সোনিয়া খাতুন। আর ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক হিটে ইমরানুর রহমানও ছয়ে থেকে শেষ করেন।


দশটি হিট থেকে ৭৯ জন সাঁতারুর মধ্যে বাছাই করা সেরা ১৬ জনকে নিয়ে হবে সেমিফাইনাল। সবমিলিয়ে সোনিয়া খাতুনের অবস্থান ছিল ৬৪তে। ৩০.৫২ সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি ইমরানুর। ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন স্পর্শ  করেন তিনি। ফলে বাদ পড়তে হয় হিট থেকেই।

এদিকে এর আগে প্যারিস অলিম্পিকে বাছাই থেকে বাদ পড়েন আর্চার সাগর ইসলাম, শুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম রাফি।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।