ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

ইনজুরি নিয়ে দৌড়েছেন ইমরানুর

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
ইনজুরি নিয়ে দৌড়েছেন ইমরানুর

অলিম্পিকে প্রাথমিক হিটেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানকে। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৭৩ সেকেন্ড সময় নিয়ে শেষ করেছেন তিনি।

যা তার সেরা টাইমিংয়ের (১০.১১ সেকেন্ড) ধারেকাছেও নেই।  খেলা শেষে ইমরানুর দুষলেন ইনজুরিকে। যে কারণে অলিম্পিকে অংশই নিতে চাননি তিনি।

ইমরানুর বলেন,  ‘আমি তো আগেই খেলতে চাইনি। ব্রিটিশ কোচ স্টিফেন হাওয়ার্ডও আগেই খেলতে না করেছিলেন। আজ যে টাইমিং করেছি তা আগে কখনও করেছি কি না মনে করতে পারছি না। বাজে টাইমিং করায় খারাপ লাগছে। ’

গত মার্চে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে চোট পান ইমরানুর। এপ্রিলে ইমরানুর অনুশীলন করতে গেলে তলপেটের পেশি ছিড়ে যায় তার। তখনই বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকে অলিম্পিকে না খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু ঢাকা থেকে খেলার জন্য বলা হয়। এরপর থেকে ইমরানুর ছিলেন রিহ্যাবে। তবে আথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন এসব কিছু জানতেন না তিনি।

বাংলাদেশ সময় : ১৯২৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪ 
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।