ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

খেলা

প্যারিসে বাইলসের তৃতীয় সোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
প্যারিসে বাইলসের তৃতীয় সোনা

দারুণ প্রত্যাবর্তনের পর প্যারিস অলিম্পিকে তৃতীয় সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। মেয়েদের ভল্ট ইভেন্টে ১৫.৩০০ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি।

১৪.৯৬৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে রুপা ও ১৪.৪৬৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন যুক্তরাষ্ট্রের জেড ক্যারি।

তিন বছর আগে টোকিও অলিম্পিকে ভল্ট ইভেন্টে অংশ নেওয়ার আগেই আসর ছেড়ে চলে যান বাইলস। মানসিক অবসাদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেবার স্বর্ণ জেতেন রেভেকা আন্দ্রাদে। কিন্তু এবার বাইলস থাকাতে স্বর্ণ ধরে রাখতে পারেননি তিনি।

ভল্টে প্রথম ধাপে ১৫.৭০০ পয়েন্ট পান বাইলস। যদিও ০.১ পয়েন্ট কাটা হয় তার। দ্বিতীয় ধাপে ১৪.৯০০ পয়েন্ট অর্জন করেন তিনি। দুটো মিলিয়ে গড় পয়েন্টে তাকে কেউই ছাড়িয়ে যেতে পারেননি।

এর আগে এবারের আসরে দলগত ও অলরাউন্ড ইভেন্টে স্বর্ণ জেতেন বাইলস। সবমিলিয়ে অলিম্পিকে তার স্বর্ণপদকের সংখ্যা ১০টি।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।