ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার উইনস্টন বেঞ্জামিনের ছেলে রাই বেঞ্জামিন মাতিয়েছেন অলিম্পিক। জিতেছেন সোনা।
গতকাল রাতে চিরপ্রতিদ্বন্দ্বী নরওয়ের কারস্টেন ওয়ারহোমকে হারিয়ে সোনা জিতেছেন রাই বেঞ্জামিন। তার টাইমিং ছিল ৫৬.৪৬ সেকেন্ড। অথচ বাবার মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু অ্যাথলেট বনে গেলেন।
এর আগেও পদ জিতেছিলেন রাই। তবে সোনা জেতা হয়নি। টোকিও অলিম্পিকে রূপা জিতেছিলেন। এছাড়া ২০১৯ ও ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপা আর ২০২৩ সালে জিতেছিলেন ব্রোঞ্জ।
রাইয়ের জন্ম অ্যান্টিগাতে। ২০১৯ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। তার বাবা উইনস্টন বেঞ্জামিন নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত ২১ টেস্টে ৬১ উইকেট এবং ৯৫ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
আরইউ