ইউএস ওপেনের শুরুটা জয় দিয়ে করলেন নোভাক জোকোভিচ। প্রথম রাউন্ডে রাদু আলবোতকে ৬-২, ৬-২, ৬-৪ গেমের সরাসরি সেটে হারিয়েছেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা।
এনিয়ে ফ্ল্যাশিং মিডোসে ৮৯ ম্যাচে জয়ের দেখা পেলেন জোকোভিচ। ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তি রজার ফেদেরারকে। এর আগে এককভাবে ফেদেরারের ৮৯ ম্যাচ জয়ই ছিল দ্বিতীয় সর্বোচ্চ। তবে দ্বিতীয় রাউন্ডে লাসলো দিয়েরের বিপক্ষে জিতলেই তাকে ছাড়িয়ে যাবেন জোকোভিচ। ৯৮ ম্যাচ জিতে এই রেকর্ডের মালিক মার্কিন কিংবদন্তি জিমি কনর্স।
২ ঘণ্টা ৭ মিনিটের লড়াইয়ের পর জোকোভিচ বলেন, ‘শুরুটা তো সব সময়ই চ্যালেঞ্জিং হয়। আর আমি তো এই সারফেসে (হার্ড কোর্ট) পাঁচ-ছয় মাস খেলিনি। অলিম্পিকে ক্লে কোর্টে খেলার পর এখানে খেলতে এলাম। ইউএস ওপেনের আগে কোনো আনুষ্ঠানিক ম্যাচও খেলিনি। তাই আশঙ্কা করেছিলাম হয়তো শুরুর দিকে চ্যালেঞ্জের মুখে পড়ব। ’
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এএইচএস