ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বৃহস্পতিবার শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, সেপ্টেম্বর ১৭, ২০২৫
বৃহস্পতিবার শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল

বাংলাদেশ স্কুল হ্যান্ডবলের জনপ্রিয় আসর আবারও পর্দা উঠতে যাচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব।

রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম। এসময় উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন।

এবারের আসরে বালক ও বালিকা দুই বিভাগে মোট ২৫টি স্কুল অংশ নেবে। বালক বিভাগে চার গ্রুপে ১৫টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ক গ্রুপে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। খ গ্রুপে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও নৌবাহিনী কলেজ ঢাকা।  

গ গ্রুপে বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল। আর ঘ গ্রুপে রয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল ও মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

বালিকা বিভাগেও থাকছে সমান প্রতিদ্বন্দ্বিতা। ক গ্রুপে খেলবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী ও মালিবাগ শাখা। খ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও নৌবাহিনী কলেজ ঢাকা।

আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেট পর্বের ফাইনাল ম্যাচ।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।