ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

মারা গেলেন অপর ইতালীয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

বার্লিন: ফুটবল নিয়ে বিতর্কের জেরে জার্মান নাগরিকের গুলিতে আহত অপর ইতালীয়ও মারা গেছেন। ফলে জার্মানিতে সোমবারের ওই ঘটনায় ইতালীর দুই নাগরিকই মারা গেলেন।



জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হ্যানোভারের একটি পানশালায় এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকারীকে এখনো আটক করতে পারেনি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা হত্যাকারিকে এখনো সনাক্ত করতে পারেনি। কিন্তু মধ্য বয়সী ওই ব্যক্তির  নামের প্রথম অংশ হোলগার বলে জানতে পেরেছেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ধরা পড়ে হত্যাকান্ডের আগে তিনি সেখান থেকে টাকা তুলছিলেন। পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে।

পুলিশ জানায়,‘‘ইতালী ও জার্মানির তিন ব্যক্তি বিশ্বকাপে তাদের নিজ নিজ দলের অতীত পারফরমেন্স নিয়ে তর্ক-বিতর্কে  জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে উত্তাপ ছড়ালে জার্মানির লোকটি বার ছেড়ে কিছুক্ষণের জন্য বেরিয়ে যান। ফিরে এসেই ইতালীয়ান দু’জনের ওপর গুলি চালান। ”

আহত ওই দুই ইতালী নাগরিককে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আশঙ্কা জনক অবস্থায় থাকা অপর ব্যক্তিও কয়েক ঘন্টা পর মারা যান।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘন্টা, জুলাই ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।