ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১০
টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

লন্ডন: টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১১ রানে হারিয়েছে অসিদের।



বার্মিংহামের এজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় পাকিস্তান। দলীয় ও ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান শাহজিব হাসান। কিন্তু বাকিদের দায়িত্বশীল ব্যাটিংয়ে রানের চাকা সচল থাকে পাকিস্তানের।

৯ উইকেট হারিয়ে সালমান বাটের ৩১, কামরানের ৩৩ আর ওমর আকমলের ২৫ রানের সুবাদে ১৬২ তোলে নির্ধারিত ২০ ওভারে।

স্টিভ ও’কেফ ও ডির্ক ন্যানেস নেন তিনটি করে উইকেট। এজন্য স্টিভ দেন ২৯ রান। আর ন্যানেস খরচ করেন ৩০। এছাড়া ডেভিড হাসি ও মিচেল জনসন একটি করে উইকেট নেন।

জবাবে পাকিস্তানের বোলিং তোপের মুখে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৫১ রানে। অসিদের পক্ষে ডেভিড হাসি ৩৩, অধিনায়ক মাইকেল কার্ক ৩০ ও জেমস হোপস করেন ৩০ রান।

মোহাম্মদ আমের ২৭ রান দিয়ে নেন তিনটি এবং শহিদ আফ্রিদি দুইটি উইকেট নেন। এছাড়া শোয়েব আক্তার, উমর গুল ও সাইদ আজমল দখল নেন একটি করে উইকেট।

ম্যাচ সেরার হন পাকিস্তানের মোহাম্মদ আমের।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘন্টা, জুলাই ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।