ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ডাচদের সীমাহীন উল্লাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জুলাই ৬, ২০১০
ডাচদের সীমাহীন উল্লাস

আমস্টারডাম: উরুগুয়েকে হারিয়ে দল ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে নেদারল্যান্ড জুড়ে উৎসব মাতে হাজার হাজার ডাচ সমর্থক।

রাজধানীর আমস্টারডামে জায়ান্ট স্ক্রিনে প্রায় ৫০ হাজার দশর্ক একত্রে দলের ওই লাতিন বধ উপভোগ করে।

কন্ঠে সুমিষ্ট সুর না থাকলেও উচ্চ স্বরে তারা গেয়েছেন দলের গান। দেশের গান।

রাজধানীতে এই ফুটবল ভক্তদের সামলাতে প্রায় ৪০ হাজার পুলিশ মোতায়েন করে সরকার। তবে জয়ের উৎসবে মাতোয়ারা ডাচরা কোন শৃঙ্খলা ভাঙ্গেনি। বরং আনন্দের কমলা রঙে বর্ণিল হয়ে গেছে পুরো দেশ।

দেশের অন্যান্য স্থানেও বড় বড় পর্দায় খেলা দেখেছে টিউলিপ ভক্তরা। নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলের ইন্ধভেন শহরের  তিনটি জায়ান্ট স্ক্রিনে প্রায় ২৫ হাজার এবং আরও প্রায় ৫ হাজার সমর্থক খেলা দেখেছে শহরের অন্য জায়াগায়। এএফপিকে এ তথ্য জানান ইন্ধভেন শহরের মুখপাত্র পিট রাকেন।

আনন্দে ভাসছে সারাদেশ। তাই হার্ট ফাউন্ডেশন সর্তক করে দিয়েছে ডাচদের। সংস্থাটি বলেছে, শান্ত থাকুন। কারণ ম্যাচ চলাকালীন সময়ে উত্তেজিত হয়ে অনেক ফুটবল ভক্তের হার্টের সমস্যা হওয়ার সম্ভনা আছে। কিন্তু কে শুনে কার কথা। দলের এই পারফরমেন্সে উত্তেজিত তো হবেই ডাচরা।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘন্টা, জুলাই ০৭, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।