ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

খেলা

দর্শকদের ক্ষতিপূরণের কথা ভাবছে ফিফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
দর্শকদের ক্ষতিপূরণের কথা ভাবছে ফিফা

জোহানেসবার্গ: ফাইট জটিলতায় যারা স্পেন-জার্মানির মধ্যকার সেমিফাইনাল খেলা দেখতে মাঠে পৌঁছাতে পারেনি, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে ফিফা।

শত শত দর্শক ফাইট জটিলতায় পড়ে খেলা দেখার সুযোগ বঞ্চিত হন।

অনেককে কিং সাকা বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়েছে। ব্যক্তিমালিকানাধীন জেট অবতরণের জায়গা দখল করে রাখায় এই জটিলতার সৃষ্টি হয়। অনেক ফাইট ওপরে থেকেই গতি বদল করতে বাধ্য হয়।

যে কয়েকটি বিমান অবতরণ করে সেগুলোও আবার ডারবানের পুরোনো বিমানবন্দরে যেতে বাধ্য হয়।
 
ফিফার মুখপাত্র নিকোলাস মেইনগট জানিয়েছেন,“বিমানের সমস্যার কারণে সমর্থকদের এই ভোগান্তির বিষয়টি অবশ্যই বিবেচনা করবে নির্বাহী কমিটি। ”

দ্বিতীয় সেমিফাইনালে মোসেস মাভিদা স্টেডিয়ামের  ১ হাজার ৮০০ আসন ফাঁকা ছিল।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘন্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad