ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

কোসার বিশ্বকাপ শেষ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
কোসার বিশ্বকাপ শেষ!

এরাসমিয়া: বিশ্বকাপে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সম্ভবত অক্ষুন্নই থাকছে। পিঠে চোটের কারণে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে না ও খেলতে পারেন রেকর্ড থেকে এক গোল দূরে থাকা জার্মান তারকা মিরোস্লাভ কোসা।



৩২ বছর বয়সী পোলিশ বংশোদ্ভূত এ জার্মান স্টাইকার আগের দু’টি বিশ্বকাপে ৫টি করে গোল করেছেন। জার্মানি বিশ্বকাপে সেরা গোলদাতা হয়ে গোল্ডেন বুটও জিতেছেন। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গোল করেছেন ৪টি।

কোচ জোয়াকিম লোর সহকারি হ্যান্সি ফিক বলেন,‘‘কোসার পিঠে সমস্যা দেখা দিয়েছে। আগামী ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন আশা করছি। ’’ মাঝমাঠের খেলোয়াড় সামি খেদিরা ও অধিনায়ক ফিলিপ লামেরও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণ।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে তিনবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘন্টা, জুলাই ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।