ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

বিশ্বকাপের পর অবসর ভাবনা: পুয়োল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১০
বিশ্বকাপের পর অবসর ভাবনা: পুয়োল

পচেফস্ট্রম: আকাশে উড়ছেন স্পেনের ডিফেন্ডার কার্লেস পুয়োল। তাঁর মাথার স্পর্শেই সেমিফাইনালে ১-০ গোলে জার্মানদের কাঁদিয়ে প্রথমবারের মতো ফাইনালে স্পেন।

তাই অবসর নিয়ে আপতত ভাবছেন না বার্সেলোনা তারকা।

৩২ বছর বয়সী পুয়োল বলেন,“ফাইনাল নিয়ে ভাবছি, অবসর নয়। ” তবে তিনি বলেন,“অবসর নিয়ে কোন সিদ্ধান্ত নেইনি। এ বিষয়ে বিশ্বকাপের পর আলোচনা করব কোচ দেল বস্ক ও স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরোর সঙ্গে। ”

বিশ্বকাপে একটি গোলই করেছেন তিনি। সেটা সেমিফাইনালে জার্মানদের বিপক্ষেই। গোল তো নয়, হীরক খন্ড! ওই একটি গোলই স্বপ্নের চূড়ান্ত সিঁড়ির গোড়ায় পৌঁছে গেছে লা রোজারা। এতে খুবই আনন্দিত পুয়োল।

বলেন,“আমার খুব বেশি গোল নেই। তবে একটি গোলেই দল ফাইনালে। সত্যি আমি দারুণ খুশি। ”

নেদারল্যান্ডের বিপক্ষে ২০০০ সালে প্রীতি ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক ঘটে এই ডিফেন্ডারের।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘন্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।