ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

খেলা

উগান্ডায় প্রাণহানিতে ব্লাটারের দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুলাই ১২, ২০১০
উগান্ডায় প্রাণহানিতে ব্লাটারের দুঃখ প্রকাশ

জোহানেসবার্গ: উগান্ডায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার সময় বোমা বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফিফা প্রধান সেপ ব্লাটার।

তিনি সাংবাদিকদের বলেন,“সকাল বেলা যখন বোমা হামলায় ৬৪ ব্যক্তির মৃত্যুও খবর পাই  তখন থেকেই আমি মর্মাহত।

ভীষণ ভীষণ শোকাচ্ছন্ন। ”

রাজধানী কাম্পালায় স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যকার ফাইনাল ম্যাচ দেখতে রোববার প্রচুর দর্শক সমাগম ঘটে। খেলা চলাকালে বিকট শব্দে বিস্ফোরিত হয় দুটি বোমা। এতে মারা যান ৬৪ জন। এছাড়া আহত হন আরো শত শত মানুষ।

উগান্ডার কর্তৃপক্ষ এই ঘটনায় সোমালিয়া ভিত্তিক আল-কায়েদার হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে।

ফিফা প্রধান বলেন,“হামলা বা অপরাধ আপনি কখনো থামাতে পারবেন না। কিন্তু আমরা ভেবেছিলাম বিশ্বকাপের মধ্য দিয়ে এ জাতীয় ঘটনা হয়তো কমবে। কারণ এই বিশাল আয়োজন মানুষের মধ্যে কিছুটা হলেও প্রভাব ফেলবে। ”

বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর হয়েছে আফ্রিকায়। অথচ নিজ মহাদেশের এই টুর্নামেন্টে অংশ নেয়নি উগান্ডা।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘন্টা, জুলাই ১২, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।