ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার খেসারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১০
বিশ্বকাপের ট্রফি ছোঁয়ার খেসারত

জোহানেসবার্গ: বিশ্বকাপ ট্রফি ছুতে গিয়ে স্প্যানিশ সমর্থক জাউমে মার্কুয়েত কট নিরাপত্তা কর্মীর হাতে মারতো খেয়েছেনই, সঙ্গে জরিমানাও গুনতে হচ্ছে।

ফাইনালের আগে মাঠে রাখা বিশ্বকাপ ট্রফির ওপরে টুপি রাখতে গেলে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ঘুষি লাগিয়ে দেন।

এরপর খেলা দেখার সুযোগ তো হয়নিই। উল্টো গ্রেপ্তার হয়ে হাজতে যেতে হয়।

স্পেন দল বিশ্বকাপ জিতে দেশে ফিরে গেছে। অথচ কট এখনো দক্ষিণ আফ্রিকায়। আদালতের রায়ে জরিমানার টাকা গুনছেন। সোমবার জোহানেসবার্গ আদালত ২৬০ ডলার জরিমানা করেছে তাকে।

সোমবার দ্য স্টার নিউজপেপার জানায়, মার্কুয়েত নিজেকে জিমি জাম্প নামেই পরিচয় দিতে পছন্দ করে। তিনি ফাইনাল শুরুর আগে রোববার অবৈধভাবে মাঠে অনুপ্রবেশ করেন এবং ট্রফি চুরির চেষ্টা করেন। এজন্য আদালত তাকে ২৬০ ডলার জরিমানা করেছে।

তবে নিজের ওয়েবসাইট উব্লু উব্লু ডট জিমিজাম্প ডটকমে মার্কুয়েত বলেছেন, ট্রফি চুরির উদ্দেশ্যে নয়, সেখানে প্রবেশ করেছিলেন টুপি রেখে স্বাধীনতার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন।

ফাইনাল ম্যাচ শুরুর ১০ মিনিট আগে মাঠে ঢুকে পড়েছিলেন কট।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘন্টা, জুলাই ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।