ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফাইনালের দুঃস্মৃতি ভুলতে পারছেন না রোবেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

আমস্টারডাম: স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যকার ফাইনাল ম্যাচের কথা কিছুই ভুলতে পারছেন না ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন। খেলার কথা মনে হলে এখনো কষ্ট পান তিনি।

স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন,“আমি গোলের যে সুযোগ নষ্ট করেছি। এটা অবিরত কষ্ট দিচ্ছে আমাকে। ”

ফাইনাল ম্যাচে তাঁর উদ্দেশ্যে বল দেন ইন্টার মিলান তারকা ওয়েসলি স্নাইডার। ওই মুহূর্তে স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে একা পেয়েও গোল করতে পারেননি। কারণ শটটি ক্যাসিয়াসের পায়ে লেগে বেরিয়ে যায়।

 

খেলার অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। আর তৃতীয়বারের মতো ফাইনালিস্ট হয় ডাচরা।


এর আগে ১৯৭৪ ও ১৯৭৮ সালেও ফাইনালে উঠে ছিলো নেদারল্যান্ডস।


বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘন্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।