ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

৬ষ্ঠ স্কুল খো খো টুর্নামেন্ট বৃহস্পতিবার শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১০

 

ঢাকা: দেশে খো- খো খেলাকে জনপ্রিয় করতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক- জে-ওয়ান লুব্রিকেণ্ট ৬ষ্ঠ স্কুল খো খো (বালক-বালিকা) টুর্নামেন্ট।

বাংলাদেশ খো খো  ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে রাজধানীর মোট ২৫টি স্কুল অংশ নিচ্ছে।

 ছেলেদের বিভাগে চারটি গ্রুপে মোট ১৬টি স্কুল খেলবে। অন্যদিকে মেয়েদের বিভাগে আটটি দল প্রতিযোগিতা করবে। তিনদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ হবে রোববার।

টুর্নামেন্ট উপলক্ষ্যে বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি শফিক আলম মেহেদী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘন্টা, জুলাই ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।