ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

বাফুফের প্রীতি ম্যাচ

স্পোর্টস কারেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
বাফুফের প্রীতি ম্যাচ

ঢাকা: ফুটবলের প্রতি ছেলে মেয়েদের আগ্রহী করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মহানগরের পাঁচটি বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়রা।



বাফুফে শনিবার এক সংবাদ সম্মেলনে জানায়, দাইয়ু ইলেকট্রনিক্সের আর্থিক সহযোগিতায় আগামী ১৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত এ প্রদর্শনী ম্যাচগুলো হবে।

স্কুলগুলো হচ্ছে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফাওয়ার স্কুল, মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয়, খিলগাঁ উচ্চ বিদ্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল স্কুল।

সংবাদ সম্মেলনে বাফুফে জাতীয় স্কুল কমিটির উপ সভাপতি শেখ মো: আসলাম বলেন,‘‘ঈদের পর মহানগর স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। বাংলা ও ইংরেজী মাধ্যমের ৫০টি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নেবে। ’’

ওই টুর্নামেন্টটি যাতে জমজমাট হয়, সে লক্ষ্যেই সাবেক এবং বর্তমান তারকা ফুটবলারদের সঙ্গে স্কুল দলের প্রীতি ম্যাচের আয়োজন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘন্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।