ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

স্বদেশী কোচের কথা ভাবছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
স্বদেশী কোচের কথা ভাবছে ইংল্যান্ড

লন্ডন: দেশীয় কোচের দিকে ঝুঁকছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন। ফ্যাবিও ক্যাপেলোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে নিজ দেশের সাবেক কোনো খেলোয়াড়ের হাতে জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছে তারা।



দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালক সার ট্রেভর ব্রুকিং শুক্রবার বলেন,“নির্বাহী কমিটির সদস্যদের পছন্দ ইংলিশ  কোচ নিয়োগ দেওয়া। ”

“আমরা দীর্ঘ সময়ের জন্য ভাবছি। ফ্যাবিও চলে যাওয়ার পর একজন ইংলিশ কোচকে বেছে নেওয়া হবে” বলেন ট্রেভর।

তাঁর দৃষ্টিতে,“আমরা অল্প সময়ের জন্য ইউরো বাছাই পর্বে খেলতে যাচ্ছি। এরপর কয়েক বছরের মধ্যে ইংল্যান্ড জাতীয় একাডেমি হয়ে যাবে। সেটাই হবে ইংলিশ কোচ তৈরির উপযুক্ত জায়গা। ”

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানির কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় ক্যাপেলোর দল। এরপর ঝড়-ঝাপটা কম যায়নি। খুবই হতাশ হয়ে পড়েছিলেন এসি মিলান ও রিয়াল মাদ্রিদের সাবেক এ কোচ।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘন্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।