ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

অনুশীলনে অঁরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
অনুশীলনে অঁরি

আপারমন্টকেয়ার: নিউইয়র্ক রেড বুলসের সতীর্থদের সঙ্গে শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছেন থিয়েরি অঁরি।  

মেজর লিগ সকারে খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর নতুন দলের সঙ্গে এটাই এই ফ্রান্স তারকার প্রথম অনুশীলন।

মন্টকায়ার স্টেট বিশ্ববিদ্যালয় মাঠে হালকা অনুশীলন হয়ন।

যদিও কলম্বিয়ার ওহাইওতে শনিবার রাতে শুরু হওয়া মেজর লিগ সকার আসরে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার। কিন্তু কাব জানিয়েছে এখনই অঁরির ডেব্যু হচ্ছে না। কয়েকদিন সময় লাগবে। কারণ সে বিশ্বকাপের পর থেকে প্রায় তিন সপ্তাহ খেলার বাইরে।  

তবে বৃহস্পতিবারের প্রথম প্রদর্শনী ম্যাচে পুরনো প্রতিপক্ষকেই পাচ্ছেন অঁরি। আর্সেনালের সাবেক এই খেলোয়াড় লড়তে যাচ্ছেন ইংলিম প্রিমিয়ার লিগ কাব টোটেনহামের বিপক্ষে।

মাঠে নামুক বা নাই নামুক কলম্বাসে সতীর্থদের সঙ্গেই থাকতে চান অঁরি।

অঁরির সতীর্থ স্ট্রাইকার জুয়ান পাবলো অ্যাঞ্জেল বলেছেন,“খেলার আগে অনেক কিছুই করার আছে অঁরির। ”

“আমি বলতে চাই তিনি নিশ্চত, আমাদের সময়ের অন্যতম একজন ভালো খেলোয়াড় তিনি। এই লিগে ও মাঠে তিনিই হতে পারেন সেরা খেলোয়াড়”মনে করেন কলাম্বাসের পাবলো।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘন্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।